🛍️ "Husband for Sale" - স্বামী বিক্রয়ের শোরুম 🛍️➤সম্প্রতি নিউইয়র্ক শহরে এক ব্যতিক্রমধর্মী শো-রুম চালু হয়েছে, যার নাম "Husband for Sale" — অর্থাৎ এখানে মেয়েরা তাদের জন্য আদর্শ স্বামী বেছে নিতে পারবেন!
তবে শোরুমে প্রবেশের কিছু বিশেষ নিয়ম রয়েছে:
➤প্রথম নিয়ম: একজন মহিলা একবারই এখানে প্রবেশ করতে পারবেন।
➤দ্বিতীয় নিয়ম: এখানে মোট ৬টি তলা বা ফ্লোর রয়েছে। যেকোনো ফ্লোর থেকে স্বামী বেছে নেওয়া যায়, কিন্তু যদি একবার কোনো ফ্লোর পেরিয়ে উপরের ফ্লোরে চলে যান, তাহলে নিচের ফ্লোরে আর ফিরে আসা যাবে না।
একদিন এক কৌতূহলী মহিলা শোরুমে প্রবেশ করলেন এবং স্বামী খুঁজতে শুরু করলেন।
✪১ম ফ্লোর: এখানে লেখা—“এই ফ্লোরের পুরুষরা চাকরিজীবী এবং ঈশ্বরে বিশ্বাসী।”
মহিলা ভাবলেন, “ভালোই তো, কিন্তু আরও ভালো হতে পারে!”
তাই উঠলেন উপরে…
✪২য় ফ্লোর: “এই ফ্লোরের পুরুষরা চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী এবং শিশুপ্রেমী।”
মহিলা হাসলেন, “এটা তো আরো ভালো! কিন্তু হয়তো সামনেই সেরা রয়েছে…”
তিনি চললেন ৩য় ফ্লোরে।
✪৩য় ফ্লোর: “চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী, শিশুপ্রেমী এবং সুদর্শন।”
মহিলা উত্তেজনায় চকচক করতে লাগলেন। কিন্তু স্বপ্নের মানুষ খোঁজার আশায় উঠে গেলেন আরও ওপরে।
✪৪র্থ ফ্লোর: “এই ফ্লোরের পুরুষরা চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী, শিশুপ্রেমী, সুদর্শন এবং ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করেন।”
মহিলা খুশিতে অবাক! তবু মনটা বলল, “আরো ভালো কিছু হয়তো আছে!”
✪৫ম ফ্লোর: “এই ফ্লোরের পুরুষরা চাকরিজীবী, ঈশ্বরে বিশ্বাসী, শিশুপ্রেমী, সুদর্শন, ঘরের কাজে সাহায্য করেন এবং রোমান্টিক!”
এবার মহিলা প্রায় নির্ধারণ করে ফেললেন, কিন্তু কৌতূহলটা তাকে ছাড়ল না।
তিনি উঠে গেলেন ৬ষ্ঠ ফ্লোরে…
✪৬ষ্ঠ ফ্লোর: সেখানে বিশাল এক বোর্ডে লেখা:
❌ “দুঃখিত! এখানে কোনো স্বামী নেই।
এই ফ্লোর কেবল এটাই প্রমাণ করে যে, অনেক নারীকেই কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়!” ❌
📌 শিক্ষণীয় বিষয়: যত বেশি চাওয়া, তত বেশি অপূর্ণতা।
জীবন তখনই শান্তিময় হয়, যখন আমরা আমাদের চাহিদাকে সীমিত রাখতে শিখি।
❤️ যদি গল্পটি ভালো লেগে থাকে, কমেন্টে জানাবেন।
আর নিয়মিত এমন বাস্তবধর্মী পোস্ট পেতে পেজটি ফলো দিতে ভুলবেন না।
#সংগৃহীত #LifeLesson #FunnyButTrue #HusbandForSale #BanglaStory